মাঠের বাইরে তার কাণ্ডকীর্তি নিয়ে হতে পারে নানা বিতর্ক। তবে, মাঠের ফুটবলে এই সময়ের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, তা নিয়ে কোনো বিতর্ক নেই। তাই প্যারিসের থিয়েটার দ্য শাতলে ব্যালন ডি’অর কর্তৃপক্ষকেও দ্বিতীয়বার ভাবতে হয়নি বর্ষসেরা গোলরক্ষক নির্বাচন করতে।টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতলেন এমি মার্টিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষককে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) তুলে দেওয়া হয় এই পুরস্কার।
পুরস্কার জিতে মঞ্চে উঠে এমি বলেন, ‘আবারও সেরা হতে পারাটা আনন্দের। ফুটবলের বাইরেও আমার একটা জীবন আছে। পরিবার, বন্ধু সবাই মিলে তারা আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এই সম্মান পেয়ে সত্যিই গর্ববোধ হচ্ছে।’
তবে, ফরাসিদের সঙ্গে পুরোনো লেনাদেনা আছে এমির। ২০২২ বিশ্বকাপ ফাইনালের কথা এখনও ভোলেনি তারা। তাই তো আজ গালা নাইটে আসর সময় বেশ কয়েকজন দুয়ো দিচ্ছিল এমিকে। যদিও, হাসিমুখেই তাদের উদ্দেশে হাত নাড়ান সময়ের সেরা গোলরক্ষক।