চলতি বছর এপ্রিলে দুই বছরের জন্য পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পান গ্যারি কার্স্টেন। ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেনকে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়। মাত্র ছয় মাসের মাথায়ই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। আজ সোমবার (২৮ অক্টোবর) এমন খবরই প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
কার্স্টেনের পরিবর্তে আসন্ন অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজে টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি দায়িত্ব পালন করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচের পদ থেকে কেন সরে গেলেন কার্স্টেন, সেই কারণ জানায়নি পিসিবি। নিজের পদত্যাগের বিষয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি কার্স্টেনও।
এদিকে, চলতি মাসের শুরুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। তার জায়গায় আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে সাদা বলের ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করেছে পিসিবি।
অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ নভেম্বর থেকে ওয়ানডে এবং ১৪ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান। জিম্বাবুয়ের সঙ্গে ২৪ নভেম্বর থেকে ওয়ানডে এবং ১ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে রিজওয়ানরা।