1. admin@swadestimes24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিকেলে আফগান পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ জনগণ এই সরকারকে দীর্ঘদিন মানবে না : মির্জা আব্বাস ছাত্ররাজনীতি না থাকলে পতিত ফ্যাসিবাদ ফিরে আসবে : নাছির উদ্দীন স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও প্রশাসনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : তারেক রহমান একজন সাইবার সিকিউরিটি সন্ত্রাসী নয়ন মনি মেয়র হিসাবে সাভার পৌরসভা বাসীর আশা ও ভরসা প্রতীক বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম বাধার মুখে শো-রুম উদ্বোধন না করেই ঢাকায় ফিরলেন মেহজাবীন ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য গেলেন আইজিপি সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের পিএসসহ গ্রেপ্তার ২ বিএনপিপন্থি ৭ আইনজীবীকে অব্যাহতি, আবেদনকারীকে লাখ টাকা জরিমানা

একজন সাইবার সিকিউরিটি সন্ত্রাসী নয়ন মনি

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৫ বার পঠিত

নাম নয়ন মনি,পিতা,মিজানুর,মাতা মনিরা বেগম, গ্রাম:নারায়ণপুর,ডাকঘর:বরুরিয়া,উপজেলা:গোপালপুর, জেলা:টাংগাইল।নয়ন মনি অবোধ্য উপায়ে বিভিন্ন মানুষের নামে রেজিষ্ট্রেশনকৃত বিভিন্ন কোম্পানির সিম বিক্রি করে থাকে।যে সকল সিম ব্যবহার করে মানুষ বিভিন্ন প্রতারণা,অপরাধ ও সমাজের ক্ষতি সাধন করে আসছে।নয়ন মনি সে নিজেও বিভিন্ন অপরাধ ও সসন্ত্রাসী কাজের সাথে জড়িত।তার থেকে ক্রয়কৃত সিম এর মাধ্যমে টাংগাইল সদর উপজেলা এশিয়ান টিভির প্রতিনিধির কাছ থেকে তথ্য উপদেষ্টার প্রেস সচিব পরিচয়ে একটা বড় সুবিধা প্রদানের কথা বলে টাকা দাবি করে,এমনবস্থায় উক্ত প্রতিনিধির সন্দেহ হলে টাকা দিতে অপারোগতা প্রকাশ করেন। তাছাড়া উক্ত প্রতারক চক্রের অন্য আরেক সদস্য কালিয়াকৈর থানার এক ওসি কে কল দিয়ে স্ররাষ্টমন্ত্রাণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সচিব পরিচয়ে ওসি কি চাকরির সমস্যা থেকে রক্ষা করতে উপহার হিসাবে ২ লক্ষ টাকা দাবি করে।উক্ত ওসি তার চাকরির সুবিধার জন্য টাকা টা প্রদান করে।এমনবস্থায় উক্ত ওসির কিছু দিন পর চাকরি চলে গেলে সে উক্ত বিষয় নিয়ে স্ররাষ্টমন্ত্রাণালয়ে কথা বললে উক্ত স্ররাষ্টমন্ত্রাণালয় থেকে জানানো হয় উক্ত নাম্বার টা কোন সচিবের না।এমনবস্থায় উক্ত ওসি ঢাকা সাইবার ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করলে প্রতারক চক্রের সদস্য শাহীন ধরা পড়লে তার ক্রয়কৃত সিমের সকল হিস্টোরি বলে।তখন শাহীন বলে আমি নয়ন নামে টাংগাইলের একজনের কাছ থেকে অনলাইনের মাধ্যমে সিম কিনেছি।তাছাড়া নয়ন মনি নিজেও বিভিন্ন প্রতারণামূলক কাজের সাথে জড়িত। তাই উক্ত প্রতারক চক্রের অন্য সদস্য ও নয়ন মনির নামে বাধী হয়ে আজকে এশিয়ান টেলিভিশন টাংগাইল সদর উপজেলার প্রতিনিধি টাংগাইল জেলা ও দায়রা জজ আদালতে সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়ের করেছে।মামলা নং:সা.সি.এ.এন৩৯৩৮৪৯২।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ স্বদেশ টাইমস ২৪